আল-আকসা মসজিদে প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান ফিলিস্তিনিদের
আল-আকসা মসজিদে প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।
শুক্রবার (৭ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে, ‘আমাদের জনগণকে জেরুসালেমে অবাধে প্রবেশ এবং সেখানে নামাজ পড়ার সুযোগ করে দিতে’ হস্তক্ষেপ করার জন্য।
পবিত্র রমজানের প্রথম শুক্রবার ছিল আজ। এমন সময়েও ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদে প্রবেশাধিকার ইসরাইলের নিষেধাজ্ঞা থাকায় এই আহ্বান জানানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসে আটটি মসজিদে ইসরাইল হামলা চালিয়ে ব্যাপক ‘ভাঙচুর ও ক্ষতিসাধন’ করেছে।
সূত্র : আল-জাজিরা