মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি যুবরাজের বৈঠক

সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

নয়া দিগন্ত অনলাইন
Untitled-1
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে সৌদি যুবরাজের বৈঠক | সংগৃহীত

সৌদি আরবের সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) দেশটির জেদ্দা শহরে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

এদিন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠকের জন্য রুবিও উপকূলীয় শহরটিতে ভ্রমণ করেন।

গেল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে রুবিও জানান, সোম থেকে বুধবার পর্যন্ত তিনি জেদ্দায় থাকবেন। এ সময় ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে প্রেসিডেন্টের (ট্রাম্প) লক্ষ্যকে এগিয়ে নিতে’ ইউক্রেনের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন।

আল-অ্যারাবিয়ার তথ্য অনুযায়ী, সাংবাদিকদের সাথে আলাপকালে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ইউক্রেনীয় প্রতিনিধি দলের সাথে আসন্ন বৈঠকের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি নিয়ে আরো অনেক কাজ করা এখনো বাকি রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও সোমবার জেদ্দায় পৌঁছেছেন ও সৌদি যুবরাজের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।

সূত্র : আল-অ্যারাবিয়া