ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক’ সমাধান চায় চীন

পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা করতে শুক্রবার বেইজিংয়ে রাশিয়া ও ইরানের কূটনীতিকদের সাথে বৈঠকে বসছে চীন। বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার চীন ইরানের পরমাণু কর্মসূচীর ‘কূটনৈতিক’ সমাধানের আহ্বান জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক’ সমাধান চায় চীন
ইরানের পরমাণু ইস্যুতে ‘কূটনৈতিক’ সমাধান চায় চীন | ছবি : বাসস

পরমাণু কর্মসূচী নিয়ে আলোচনা করতে শুক্রবার বেইজিংয়ে রাশিয়া ও ইরানের কূটনীতিকদের সাথে বৈঠকে বসছে চীন। বৈঠককে সামনে রেখে বৃহস্পতিবার চীন ইরানের পরমাণু কর্মসূচীর ‘কূটনৈতিক’ সমাধানের আহ্বান জানিয়েছে।

বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি আজ এ খবর জানায়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক ব্রিফিংয়ে বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি, ইরানের পরমাণু পরিস্থিতির অবনতি এড়াতে এমনকি সঙ্ঘর্ষ ও সঙ্ঘাতের দিকে অগ্রসর হওয়া থেকে বিরত থাকতে সকল পক্ষকে শান্ত থাকা ও সংযম বজায় রাখা উচিত।’

সূত্র : এএফপি/বাসস