এশিয়া
এবার আলোচনায় চীনের তৈরি এআই এজেন্ট ‘ম্যানাস’
চলতি বছরের শুরুতে উন্মুক্ত হওয়া চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) অত্যাধুনিক চ্যাটবট ‘ডিপসিক’ বিশ্বজুড়ে প্রযুক্তি শিল্পকে ব্যাপক আলোড়িত করেছে।
হাম্পি ছাড়ছেন বিদেশী পর্যটকরা
ধর্ষণের শিকার দুই নারীর মধ্যে একজনের বয়স ২৯ বছর, তিনি হোমস্টে অপারেটর হিসেবে কর্মরত। ওই রাতে তিনজন পুরুষ পর্যটক ও এক ইসরাইলি নারী পর্যটককে সাথে নিয়ে সানাপুর লেকের কাছে অবস্থিত তুঙ্গভদ্রা রিভার ক্যানেলে গিয়েছিলেন তিনি। উদ্দেশ্য ছিল, রাতের আকাশে নক্ষত্র দেখা।
মিয়ানমারে সামরিক জান্তার নির্বাচনের প্রতিশ্রুতি : সম্ভাবনা কতটা
আগামী ডিসেম্বর ২০২৫ বা জানুয়ারি ২০২৬-এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন জান্তা প্রধান।
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেফতার
আইসিসি দুতার্তের শাসনামলে মাদক নির্মূলের নামে চালানো অভিযানে হত্যাকাণ্ডকে সম্ভাব্য মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত করছে। এর মধ্যে ২০১১ সালের ১ নভেম্বর থেকে ২০১৯ সালের ১৬ মার্চ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ও দক্ষিণাঞ্চলের শহর দাভাওয়ের মেয়র থাকাকালীন সময়ও অন্তর্ভুক্ত রয়েছে।
মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ুন
আদালত শুক্রবার তার গ্রেফতারি পরোয়ানা বাতিল করে। বিচারকরা জানান, এটি প্রক্রিয়াগত ও আইনি কারণে অবৈধ ছিল। তবে প্রসিকিউটররা আদালতের এই সিদ্ধান্তকে অন্যায্য বলে আখ্যা দেন।
উত্তর কোরিয়ায় পারমাণবিক সাবমেরিন উন্মোচন: যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তায় হুমকি
জাহাজ নির্মাণকেন্দ্র পরিদর্শনকালে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন জানান, উত্তর কোরিয়ার লক্ষ্য জল-পৃষ্ঠ ও জলতলের যুদ্ধজাহাজকে একই সাথে আধুনিকীকরণ করা।