মার্কিন সামরিক স্বাস্থ্য সংস্থার প্রধানকে বরখাস্ত ট্রাম্প প্রশাসনের
ক্রসল্যান্ডের অবসরে যাওয়ার খবর জনসাধারণের কাছে প্রকাশ করা হয়। তবে তাকে যে তার ৩২ বছরের কর্মজীবন থেকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে তা প্রথম প্রকাশ করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন সামরিক বাহিনীর স্বাস্থ্যবিষয়ক সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল টেলিটা ক্রসল্যান্ডকে শুক্রবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। তিনি সেনাবাহিনীর অন্যতম সিনিয়র কৃষ্ণাঙ্গ নারী কর্মকর্তা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অভূতপূর্ব রদবদলের মাধ্যমে জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরখাস্ত করার মাত্র এক সপ্তাহ পরে এ পদক্ষেপ নেয়া হলো।
ক্রসল্যান্ডের অবসরে যাওয়ার খবর জনসাধারণের কাছে প্রকাশ করা হয়। তবে তাকে যে তার ৩২ বছরের কর্মজীবন থেকে অবসরে যেতে বাধ্য করা হয়েছে তা প্রথম প্রকাশ করে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
শুক্রবার স্বাস্থ্যবিষয়ক ভারপ্রাপ্ত সহকারী প্রতিরক্ষা সচিব স্টিফেন ফেরারার জানান, ক্রসল্যান্ড তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেছেন।
ফেরারার এক বিবৃতিতে বলেন, ‘গত ৩২ বছর ধরে জাতির প্রতি, সামরিক স্বাস্থ্যব্যবস্থার প্রতি এবং সেনাবাহিনীর ওষুধ ব্যবস্থাপনার প্রতি তার নিবেদনের জন্য আমি ক্রসল্যান্ডকে ধন্যবাদ জানাতে চাই।’
এদিকে নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা জানান, ক্রসল্যান্ডকে বলা হয়েছিল যে তাকে অবসর নিতে হবে। তাকে অবসর নেয়ার জন্য কোনো কারণ দেখানো হয়নি।
ক্রসল্যান্ডের অবসরের বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। দফতরটি রয়টার্সকে প্রতিরক্ষা স্বাস্থ্য সংস্থার (ডিএইচএ) কাছে পাঠায়। তবে ডিএইচএ তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।
প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ক্ষমতা গ্রহণের পর পেন্টাগনে বৈচিত্র্য, সমতা ও অন্তর্ভুক্তিমূলক উদ্যোগগুলোকে বৈষম্যমূলক বলে তা দ্রুত বাতিল করার পদক্ষেপ নেন।
সূত্র : রয়টার্স