ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করতে পারে যুক্তরাষ্ট্র
সিদ্ধান্তটি চূড়ান্ত হলে ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় থাকা কোটি কোটি ডলারের রাডার, যানবাহন, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের কথা বিবেচনা করছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সাথে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উত্তপ্ত বৈঠকের পর যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টকে এমনটাই জানিয়েছেন হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা।
সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্পের সাথে বৈঠকে জেলেনস্কির মন্তব্য এবং শান্তি প্রক্রিয়ায় তার অবিচল অবস্থানের প্রতিক্রিয়ায় সামরিক সরবরাহ বন্ধ করা হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, সিদ্ধান্তটি চূড়ান্ত হলে ইউক্রেনে পাঠানোর অপেক্ষায় থাকা কোটি কোটি ডলারের রাডার, যানবাহন, গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহ বন্ধ হয়ে যাবে।
এর আগে, শুক্রবারের শুরুতে জেলেনস্কি হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করেন। টেলিভিশনে সম্প্রচারিত তাদের আলোচনা হঠাৎ করেই বাগ্বিতণ্ডায় রূপ নেয়। ট্রাম্প জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণের জন্য তিরস্কার করেন। বৈঠকের পর নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয়ে যায় এবং জেলেনস্কি নির্ধারিত সময়ের আগেই খনিজ সম্পদ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর না করেই হোয়াইট হাউস ত্যাগ করেন।
সূত্র : তাস