বলিভিয়ায় ২ বাসের সংঘর্ষে নিহত ৩৭

শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় উয়ুনি ও কোলচানি শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

বলিভিয়ায় ২ বাসের সংঘর্ষে নিহত ৩৭
বাসের ধ্বংসাবশেষের পাশে পুলিশ অফিসার | ছবি - সংগৃহীত

বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে দুটি বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ।

শনিবার স্থানীয় সময় সকাল ৭টায় উয়ুনি ও কোলচানি শহরের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় একটি গাড়ি সামনের লেনে চলে যায়।

পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র বলেন, ‘দুর্ঘটনায় আহত ৩৯ জন উয়ুনি শহরের চারটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং ৩৭ জন প্রাণ হারিয়েছেন।’

মুখপাত্র আরো জানান, পুলিশ কর্মীরা নিহত ও আহতদের হাসপাতালে ভর্তি করার জন্য কাজ করছেন।

দুটি বাসের মধ্যে একটি অরুরো যাচ্ছিল, যেখানে বর্তমানে ল্যাটিন আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্নিভাল উদযাপন চলছে।

এদিকে পুলিশের একজন মুখপাত্র জানান, দুর্ঘটনায় বেঁচে যাওয়া দুই চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পান।

উল্লেখ্য, বলিভিয়ার পাহাড়ি ও স্বল্প তত্ত্বাবধানের রাস্তাগুলো বিশ্বের সবচেয়ে মারাত্মক রাস্তাগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় গড়ে এক হাজার ৪০০ জন মানুষ মারা যায়।

সূত্র : আল জাজিরা