ইউক্রেনে সামরিক সাহায্য স্থগিত রাখার নির্দেশ ট্রাম্পের

নয়া দিগন্ত অনলাইন

তবে ট্রাম্প জেলেনস্কির উপসংহার নিয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে সোমবার বলেন, ‘আমি যেটা বলছিলাম, যত দিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে ততদিন তিনি শান্তি চাইবেন না। আর ইউরোপ জেলেনস্কির সাথে তাদের বৈঠকে সরাসরি বলে দিলো যে তারা যুক্তরাষ্ট্রকে ছাড়া কাজটা করতে পারবে না।’

জেলেনস্কিকে মারধর না করে সংযম দেখিয়েছেন ট্রাম্প : রাশিয়া
ভলোদিমিরি জেলেনস্কি ও ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সামরিক সাহায্য সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে সোমবার জানিয়েছে হোয়াইট হাউস।

প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘প্রেসিডেন্ট পরিষ্কার করে দিয়েছেন যে তিনি শান্তির দিকে মনোযোগ দিচ্ছেন। এ লক্ষ্যে আমাদের অংশীদারদের অঙ্গীকারও আমাদের জন্য প্রয়োজন। আমরা আমাদের সাহায্যে সাময়িক বিরতি টেনে পর্যালোচনা করছি, যাতে এটা একটা সমাধানে অবদান রাখতে পারে।’

এর আগে, সোমবারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিরি জেলেনস্কি মন্তব্য করেন, ইউক্রেনের যুদ্ধের সমাপ্তি এখনো অনেক দূরে রয়েছে। তার এ মন্তব্যের প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র আর বেশি দিন এসব মেনে নেবে না।’

গত শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বাগ্বিতণ্ডা হওয়ার পর সোমবার যুদ্ধের সম্ভাব্য পরিসমাপ্তি নিয়ে তারা আবারো বাকযুদ্ধে লিপ্ত হন।

রোববার অব্যাহত সামরিক সাহায্য পাওয়ার ব্যাপারে ইউরোপিয়ান নেতাদের সমর্থন পাওয়ার পর লন্ডন ছাড়ার আগে জেলেনস্কি অভিমত দেন, যুদ্ধ শীঘ্রই শেষ হবার সম্ভাবনা কম। তিনি জানান, যুক্তরাষ্ট্রের কাছ থেকেও সামরিক সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা করছেন। যুক্তরাষ্ট্র ইউক্রেনের সবচেয়ে বড় সামরিক সহায়তাদানকারী দেশ।

জেলেনস্কি বরেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক অব্যাহত থাকবে। কারণ এটা মাঝে-মধ্যে যোগাযোগ হওয়া সম্পর্কের চেয়ে বেশি কিছু। আমার বিশ্বাস সাহায্য অব্যাহত রাখার জন্য যুক্তরাষ্ট্রের সাথে ইউক্রেনের সম্পর্ক যথেষ্ট জোরালো।’

তবে ট্রাম্প জেলেনস্কির উপসংহার নিয়ে আপত্তি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে সোমবার বলেন, ‘আমি যেটা বলছিলাম, যত দিন যুক্তরাষ্ট্রের সমর্থন পাবে ততদিন তিনি শান্তি চাইবেন না। আর ইউরোপ জেলেনস্কির সাথে তাদের বৈঠকে সরাসরি বলে দিলো যে তারা যুক্তরাষ্ট্রকে ছাড়া কাজটা করতে পারবে না।’

ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সামনে শক্তি প্রদর্শনের ক্ষেত্রে হয়তো এটা খুব একটা দারুণ বক্তব্য ছিলনা।’

জেলেনস্কি পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘এ যুদ্ধ যত শিগগির সম্ভব শেষ করার জন্য আমাদের কূটনীতিকে জোরালো করা খুবই গুরুত্বপূর্ণ।’

জেলেনস্কি বলেন, ‘আমরা আমাদের মার্কিন ও ইউরোপীয় অংশীদারদের সাথে কাজ করছি এবং শান্তির পথে যুক্তরাষ্ট্রের সমর্থন আশা করছি। যত শীঘ্র সম্ভব শান্তি প্রয়োজন।’

ট্রাম্প যুদ্ধ শেষ করার জন্য তাগাদা দিয়ে আসছেন। যুদ্ধে কয়েক লাখ রুশ ও ইউক্রেনীয় সৈন্যের পাশাপাশি , ইউক্রেনের বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। কিন্তু জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প কিয়েভের চেয়ে মস্কোর জন্য বেশি সুবিধাজনক শর্তে সংঘাত সমাধানের চেষ্টা করছেন।

বর্তমানে ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এলাকার এক-পঞ্চমাংশ নিয়ন্ত্রণ করছে রাশিয়া এবং তারা ইউক্রেনের পূর্বাঞ্চলে আরো এলাকা ধীরে ধীরে দখল করছে। এখনো কোনো শান্তি আলোচনার সময় ঠিক করা হয়নি।

সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিষয়সমূহ