আমেরিকা ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার সব সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানকে সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার সব সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি এ লক্ষ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতা করারও প্রস্তাব দিয়েছে।
রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার মস্কোয় এক বক্তৃতায় এ প্রস্তাব দিয়ে বলেছেন, এ কাজে রাশিয়া তার ক্ষমতায় ‘যতটুকু সম্ভব তার সবটুকু’ দিয়ে প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতমাসে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নির্দেশ দিয়ে একটি নথিতে সই করেছেন। একইসাথে তিনি ইরানের সাথে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন; যদিও তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, চাপ বা হুমকির মুখে দেশটি কারো সাথে আলোচনায় বসবে না।
সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ইরানের পরমাণু কর্মসূচিসহ আরো কিছু ইস্যুতে তেহরানের সাথে যোগাযোগ করতে ট্রাম্প প্রশাসনকে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্প গতমাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপে এ বিষয়টি উত্থাপন করেছিলেন বলে ব্লুমবার্গ জানিয়েছে। এছাড়া এর কয়েকদিন পর সৌদি আরবের রাজধানী রিয়াদে মার্কিন ও রুশ পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে ইউক্রেন ইস্যুতে বহুল আলোচিত বৈঠকের সময়ও দুই দেশের কর্মকর্তারা ইরান ইস্যুতে আলোচনা করেছেন বলে জানা গেছে।
সূত্র : পার্সটুডে