কানাডার ২৪তম প্রধানমন্ত্রী মার্ক কার্নির শপথ শুক্রবার
কয়েকদিন আগেই কানাডার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন মার্ক কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডোর নয় বছরের ক্ষমতার অবসান ঘটতে চলেছে।

উত্তর আমেরিকার দেশ কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শুক্রবার (১৪ মার্চ) শপথ নিতে চলেছেন মার্ক কার্নি। এর মধ্য দিয়ে নয় বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর আগামীকালই প্রধানমন্ত্রী পদে জাস্টিন ট্রুডোর শেষ দিন হতে চলেছে।
গভর্নর জেনারেল ম্যারি সাইমনের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ১১টায় কার্নি ও তার মন্ত্রিসভার মন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন তিনি।
কানাডায় গত রোববার সদস্যদের ভোটে লিবারেল পার্টির নতুন নেতা বাছাই হয়। এতে মার্ক কার্নি ১ লাখ ৩১ হাজার ৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হন।
এর আগে, গত রোববার ব্যাংক অফ কানাডা ও ব্যাংক অফ ইংল্যান্ডের নেতৃত্বদানকারী সাবেক কেন্দ্রীয় ব্যাংকার মার্ক কার্নি কানাডার লিবারেল পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হন। তিনি কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হবেন।
কানাডার এক অস্থির সময়ে মার্ক কার্নি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণ করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রের সাথে দেশটির বাণিজ্য যুদ্ধ চলছে। এর মধ্যেই কার্নিকে শিগগিরই একটি সাধারণ নির্বাচনের আয়াজন করতে হবে।
বুধবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, কার্নির নতুন মন্ত্রিসভার আকার ট্রুডোর নির্বাহীর প্রায় অর্ধেক হতে পারে।
একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে আরো বলা হয়েছে, মন্ত্রিসভায় ১৫ থেকে ২০ জন মন্ত্রী থাকবে বলে আশা করা হচ্ছে, যা বর্তমানে প্রধানমন্ত্রীসহ ৩৭ জন থেকে কম।
সূত্র : রয়টার্স