ইকুয়েডরে গ্যাং সহিংসতায় কমপক্ষে ২২ জন নিহত
সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারের সাথে জড়িত অপরাধী সংগঠনগুলোর উপস্থিতির কারণে ইকুয়েডরের বন্দর শহরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে অপরাধী গোষ্ঠীর সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) ইকুয়েডরের বন্দর নগরী গুয়াকিলের একটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
প্রত্যক্ষদর্শীদের মতে, ২০ জনের একটি সশস্ত্র দল এলাকায় প্রবেশ করে বেশ কয়েকটি বাড়িতে লুটপাট চালায়।
পুলিশ অঞ্চলটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। তারা হামলার জন্য সংগঠিত অপরাধী দল লস টিগুয়েরোনেসকে দায়ী করছে।
এদিকে প্রসিকিউটরের কার্যালয় ঘটনার তদন্ত শুরু করেছে।
সাম্প্রতিক বছরগুলোতে মাদক পাচারের সাথে জড়িত অপরাধী সংগঠনগুলোর উপস্থিতির কারণে ইকুয়েডরের বন্দর শহরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি