কানাডা-মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

নয়া দিগন্ত অনলাইন

ট্রাম্প বলেন, ‘আগামীকাল থেকে কানাডার ওপর ২৫ শতাংশ এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি : সংগৃহীত

কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এর আগে, সোমবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জানান, ট্রাম্প তার আগের দেয়া ঘোষণার থেকে কম শুল্ক আরোপ করতে পারেন। কিন্তু তার পর পরই ট্রাম্প এ ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, ‘আগামীকাল থেকে কানাডার ওপর ২৫ শতাংশ এবং মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।’

আলোচনার আর কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘কোনো সুযোগ নেই। শুল্ক আরোপ নির্ধারণ করা হয়ে গেছে। আগামীকাল থেকে এগুলো কার্যকর হবে।’

ট্রাম্প আরো জানান, তিনি গত মাসে আরোপিত প্রাথমিক ১০ শতাংশ শুল্কের পর চীন থেকে আসা পণ্যের ওপর আরো ১০ শতাংশ শুল্ক আরোপ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট গত কয়েক সপ্তাহ ধরেই কানাডা ও মেক্সিকোর সব ধরনের আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা বলে আসছিলেন। এর মধ্যে ১০ শতাংশ শুল্ক কানাডার জ্বালানির ওপর আরোপ করা হবে। তিনি উভয় দেশকে যুক্তরাষ্ট্রে অভিবাসন ও মাদক পাচার রোধে আরো পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য চাপ প্রয়োগের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেন।

ট্রাম্প প্রাথমিকভাবে ফেব্রুয়ারির শুরুতে শুল্ক আরোপের পরিকল্পনা করেন। কিন্তু উভয় দেশ সীমান্ত নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিতে সম্মত হওয়ার পর শুল্ক আরোপের বিষয়টি তিনি স্থগিত করেন।

এদিকে, সোমবার তার দৈনিক সংবাদ সম্মেলনে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম জানান, মেক্সিকো শুল্ক রোধের পক্ষে একটি শক্তিশালী যুক্তি উপস্থাপন করেছে। তবে ট্রাম্পের যেকোনো নির্দেশনার প্রতি সাড়া দিতে মেক্সিকো প্রস্তুত।

শেইনবাউম বলেন, ‘তাই তার সিদ্ধান্ত যাই হোক না কেন, আমরা আমাদের সিদ্ধান্ত নেব। মেক্সিকোর একটি পরিকল্পনা রয়েছে এবং আমাদের মধ্যে ঐক্য রয়েছে।’

অপরদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি সাংবাদিকদের জানান, কানাডা সরকার প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুত।

সূত্র : আল জাজিরা