এক্সে সাইবার আক্রমণ, ইউক্রেনের সংশ্লিষ্টতার দাবি ইলন মাস্কের

মাস্ক যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ঠিক কী ঘটেছে সে বিষয়ে নিশ্চিত নই। তবে এক্সের সিস্টেমটি ভেঙে ফেলার চেষ্টা করার জন্য একটি বিশাল সাইবার আক্রমণ করা হয়েছিল। আক্রমণটি ইউক্রেন অঞ্চলের আইপি ঠিকানাগুলো থেকে এসেছে।’

নয়া দিগন্ত অনলাইন
ইলন মাস্ক
বিশ্বের শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক | ছবি - সংগৃহীত

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সকে (সাবেক টুইটার) লক্ষ্য করে যে সাইবার আক্রমণ চালানো হয়েছিল, তার সাথে ইউক্রেনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মাস্ক যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ফক্স নিউজের সাথে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা ঠিক কী ঘটেছে সে বিষয়ে নিশ্চিত নই। তবে এক্সের সিস্টেমটি ভেঙে ফেলার চেষ্টা করার জন্য একটি বিশাল সাইবার আক্রমণ করা হয়েছিল। আক্রমণটি ইউক্রেন অঞ্চলের আইপি ঠিকানাগুলো থেকে এসেছে।’

সোমবার ভোরে সাইবার আক্রমণের ফলে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা জুড়ে ব্যাপক বিভ্রাট দেখা দেয়। পরিষেবা ব্যাঘাতের ওপর নজরদারিকারী সাইট ডাউনডিটেক্টরের মতে, ব্যবহারকারীরা দীর্ঘ সময় ধরে এক্স অ্যাক্সেস করতে ব্যর্থ হওয়ার কথা জানান।

টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এই প্রথম যোগাযোগমাধ্যমটির সমস্যার জন্য সাইবার আক্রমণকে দায়ী করছেন না। তিনি গত বছরও একই ধরনের বিভ্রাটের জন্য সাইবার হামলাকে দায়ী করেছিলেন, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পরিকল্পিত লাইভ-স্ট্রিম করা সাক্ষাৎকারের সাথে মিলে যায়।

মাস্ক ডিওজিই ডিজাইনার নামে একটি এক্স অ্যাকাউন্টের পোস্ট শেয়ার করে তার দাবি আরো জোরদার করেছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন, এই আক্রমণটি তার বিরুদ্ধে প্রচারণার একটি অংশ। ওই পোস্টটিতে মাস্কের ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির নেতৃত্বের বিরুদ্ধে সাম্প্রতিক বিক্ষোভ ও টেসলার কেন্দ্রে ভাঙচুরের সাথে সাইবার আক্রমণের সংশ্লিষ্টতার কথা তুলে ধরা হয়েছে।

সূত্র : এনডিটিভি