ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের ১৪ গভর্নর

বিবৃতিতে গভর্নররা জানান, ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্য ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ওভাল অফিসকে ব্যবহার করে জেলেনস্কিকে তিরস্কার করেছেন।

ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র : ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি | ছবি - সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ও খনিজসম্পদ চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে শুক্রবার বৈঠক করেছেন। কিন্তু উত্তপ্ত বাক্য বিনিময় ও উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়েছে এ বৈঠক। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ১৪ জন ডেমোক্র্যাটিক গভর্নর ইউক্রেনের সাথে সংহতি প্রকাশ করে কিয়েভের পক্ষে অবস্থান নিয়েছেন।

তারা একটি যৌথ বিবৃতির মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নেন এবং বৈঠকে উত্তেজনা সৃষ্টির জন্য ট্রাম্পকেই দোষারোপ করেন।

বিবৃতিতে গভর্নররা জানান, ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্য ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ওভাল অফিসকে ব্যবহার করে জেলেনস্কিকে তিরস্কার করেছেন।

তারা আরো বলেন, ‘রাশিয়ার আগ্রাসনের পর প্রেসিডেন্ট জেলেনস্কির তার জাতি ও জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছেন। তার কাজকে অবমূল্যায়ন করার পরিবর্তে মার্কিনদের বিশ্বমঞ্চে শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে।’

ডেমোক্র্যাটিক পার্টির অর্ধেকেরও বেশি গভর্নর বিবৃতিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছেন কেন্টাকির অ্যান্ডি বেশিয়ার, নিউ ইয়র্কের ক্যাথি হোচুল, পেনসিলভানিয়ার জশ শাপিরো, মিনেসোটার টিম ওয়ালজ ও মিশিগানের গ্রেচেন হুইটমার।

এর আগে, শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এ সময় ট্রাম্প জেলেনস্কিকে বলেন, ‘হয় আপনি চুক্তি করবেন, নইলে আমরা এর থেকে বেরিয়ে যাচ্ছি।’

বৈঠকে দুই নেতার মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে খনিজ চুক্তি স্বাক্ষর করা ছাড়াই ফিরে যান জেলেনস্কি। বাতিল করা হয় যৌথ সংবাদ সম্মেলনও।

সূত্র : আল জাজিরা