হামাসের সাথে যুক্তরাষ্ট্রের গোপন বৈঠক, নিশ্চিত করল হোয়াইট হাউস
নয়া দিগন্ত অনলাইন
অ্যাক্সিওস উল্লেখ করে জানায়, ‘যুক্তরাষ্ট্র এর আগে কখনো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেনি। তারা ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে ওয়াশিংটনের সরাসরি গোপন আলোচনার বিষয়টি বুধবার নিশ্চিত করেছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
এর আগে, মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস বিভিন্ন সূত্রের উদ্ধৃতি দিয়ে জানায়, ট্রাম্প প্রশাসন মার্কিন পণবন্দীদের মুক্তি ও গাজা উপত্যকার জন্য একটি বৃহত্তর যুদ্ধবিরতি চুক্তি নিয়ে হামাসের সাথে গোপনে সরাসরি আলোচনা করেছে। কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত এ আলোচনায় পণবন্দী-বিষয়ক মার্কিন প্রেসিডেন্টের দূত অ্যাডাম বোহলার উপস্থিত ছিলেন।
অ্যাক্সিওস উল্লেখ করে জানায়, ‘যুক্তরাষ্ট্র এর আগে কখনো হামাসের সাথে সরাসরি যোগাযোগ করেনি। তারা ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল।’
এদিকে বুধবার এক ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসন হামাসের সাথে আলোচনায় কেন যুক্ত হয়েছে সে সম্পর্কে জিজ্ঞাসা করা হলে লিভিট বলেন, ‘ট্রাম্পের বিশেষ দূতের যে কারো সাথে কথা বলার ক্ষমতা আছে।’
তিনি আরো বলেন, ‘এ বিষয়ে ইসরাইলের সাথে পরামর্শ করা হয়েছে।’
প্রেস সচিবের মতে, ‘মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জনগণের সর্বোত্তম স্বার্থে যা করা উচিত তা করার জন্য বিশ্বজুড়ে মানুষের সাথে কথা বলছেন।’
তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে লিভিট অসম্মতি প্রকাশ করে বলেন, ‘‘আলোচনা এখনো চলমান।’
সূত্র : তাস