পণবন্দীদের মুক্তি নিয়ে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিলেন ট্রাম্প

নয়া দিগন্ত অনলাইন

ট্রাম্প এই প্রথম হামাসকে এ ধরনের হুমকি দেননি। গত ডিসেম্বরেও তিনি বলেছিলেন, তার ক্ষমতা গ্রহণের আগে পণবন্দীদের মুক্তি না দিলে ‘কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

৫ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের নতুন প্রস্তাব
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি - সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় আটক পণবন্দীদের মুক্তি দিতে হামাসকে ‘শেষ সতর্কবার্তা’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (৫ মার্চ) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া একটি দীর্ঘ বার্তায় বলেন, ‘আমি ইসরাইলকে কাজ শেষ করার জন্য যা যা প্রয়োজন তা পাঠাচ্ছি। যদি আপনারা আমার কথা মতো কাজ না করেন তাহলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না।’

পণবন্দীদের বিষয়ে হোয়াইট হাউস হামাসের সাথে সরাসরি আলোচনার বিষয়টি নিশ্চিত করার মাত্র কয়েক ঘণ্টা পরেই ট্রাম্প এ বার্তা দেন।

ওয়াশিংটন এখন পর্যন্ত এই গোষ্ঠীর সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলেছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত গোষ্ঠীগুলোর সাথে সরাসরি যোগাযোগের বিরুদ্ধে দীর্ঘদিনের মার্কিন নীতি রয়েছে।

ট্রাম্প বলেন, ‘সব পণবন্দীকে পরে না, এখনই মুক্তি দিন এবং যাদের হত্যা করেছেন তাদের সকলের লাশ অবিলম্বে ফিরিয়ে দিন, নাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘হামাস নেতৃত্বের এখনো সুযোগ আছে, এখনই গাজা ছেড়ে দিন।’

তিনি বেসামরিক নাগরিকদের উদ্দেশ করে বলেন, ‘গাজার জনগণের জন্য: আপনাদের সামনে একটি সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে, যদি আপনারা পণবন্দীদের আটকে না রাখেন। আর যদি এটি করেন, তাহলে আপনাদের ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে।’

ট্রাম্প এই প্রথম হামাসকে এ ধরনের হুমকি দেননি। গত ডিসেম্বরেও তিনি বলেছিলেন, তার ক্ষমতা গ্রহণের মধ্যে পণবন্দীদের মুক্তি না দিলে ‘কঠিন পরিণতি ভোগ করতে হবে।’

তবে হামাস জোর দিয়ে বলেছে যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবেই পণবন্দীদের মুক্তি দেয়া হবে।

সূত্র : বিবিসি ও আল জাজিরা