গাজা থেকে কাউকে সরিয়ে নেয়া হবে না : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করার এক বহুল সমালোচিত পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন। সম্প্রতি তিনি সেই পরিকল্পনা প্রত্যাহার করে নিয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
৫ মিলিয়ন ডলারে মার্কিন নাগরিকত্ব, ট্রাম্পের নতুন প্রস্তাব
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প | ছবি - সংগৃহীত

অবরুদ্ধ গাজাকে দখল করে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে বাস্তুচ্যুত করা এবং একে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ বানানোর এক বিতর্কিত পরিকল্পনার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশেষে তিনি তার সেই পরিকল্পনা থেকে সরে এসেছেন। ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ‘গাজা থেকে কোনো ফিলিস্তিনিকে সরিয়ে নেয়া হবে না।’

বুধবার (১৩ মার্চ) হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠকের সময় একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

গত ফেব্রুয়ারিতে গাজায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তির প্রাথমিক পর্যায়ে ট্রাম্পের প্রস্তাবটি বিশ্বব্যাপী নিন্দা ও প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিল। তার প্রস্তাব এই উদ্বেগ সৃষ্টি করেছিল যে এটি ফিলিস্তিনিদের তাদের বাড়িঘর থেকে স্থায়ীভাবে বিতাড়িত হওয়ার আশঙ্কাকে আরো জোরদার করেছে।

মিসর, জর্ডান ও উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সতর্ক করে দিয়েছিল, এই ধরনের যেকোনো পরিকল্পনা সমগ্র অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে। ফিলিস্তিনিদের স্থানচ্যুতি এড়াতে আরব রাষ্ট্রগুলো গাজার পুনর্গঠনের জন্য ৫৩ বিলিয়ন ডলারের মিসরে প্রস্তাবিত পরিকল্পনা গ্রহণ করেছে।

বুধবার আরব পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা মার্কিন প্রেসিডেন্টের প্রস্তাবিত ভূখণ্ড দখলের বিকল্প হিসেবে গাজা পুনর্নির্মাণে মিসরের পরিকল্পনা সম্পর্কে ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের সাথে পরামর্শ অব্যাহত রাখবেন।

সূত্র : আরব নিউজ