ইসরাইলের কাছে ৩ বিলিয়ন ডলারের যুদ্ধাস্ত্র বিক্রির ঘোষণা যুক্তরাষ্ট্রের
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা বলেছে, যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

যুক্তরাষ্ট্র শুক্রবার ইসরাইলের কাছে তিন বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের যুদ্ধাস্ত্র, বুলডোজারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদনের ঘোষণা দিয়েছে। ইসরাইল ঘনবসতিপূর্ণ গাজায় যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র ব্যবহার করে ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে।
মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দুই দশমিক শূন্য চার বিলিয়ন ডলারের বোমা ও ওয়ারহেড, ৬৭৫ দশমিক সাত মিলিয়ন ডলারের অন্যান্য বোমা ও গাইডেন্স কিট এবং ২৯৫ মিলিয়ন ডলারের বুলডোজারসহ সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির চুক্তিতে স্বাক্ষর করেছেন।
ডিএসসিএ বলেছে, ‘রুবিও জরুরি অবস্থা বিদ্যমান থাকার কারণে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে ইসরাইল সরকারের কাছে উপরোক্ত প্রতিরক্ষা সামগ্রী ও প্রতিরক্ষা পরিষেবা অবিলম্বে বিক্রি করার প্রয়োজনীয়তা নির্ধারণ এবং বিস্তারিত যুক্তি দিয়েছেন।’
ফলে কংগ্রেস অনুমোদিত এ ধরনের বিক্রির স্বাভাবিক প্রয়োজনীয়তা থেকে অব্যাহতি পাওয়া যায় বলে জানায় ডিএসসিএ।
ডিএসসিএ আরো জানায়, যুক্তরাষ্ট্র ইসরাইলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আক্রমণের জবাবে ইসরাইল গাজায় গণহত্যা শুরু করে।
বেসামরিক নাগরিকদের মৃত্যুর উদ্বেগের পরিপ্রেক্ষিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন গত বছর ইসরাইলে দুই হাজার পাউন্ড ওজনের বোমার চালান আটকে দেয়। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেন।
সূত্র : বাসস