গাজা পুনর্গঠনে আরব নেতাদের পরিকল্পনার বিরোধিতা করল হোয়াইট হাউস
নয়া দিগন্ত অনলাইন
মঙ্গলবার মিসরের কায়রোতে এক জরুরি আরব শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত না করে গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য মিসরের ৫৩ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা গৃহীত হয়।

গাজা পুনর্গঠনের জন্য আরব নেতাদের শীর্ষ সম্মেলনে প্রস্তাবিত পরিকল্পনার বিরোধিতা করেছে হোয়াইট হাউস।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ব্রায়ান হিউজেস তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুকে ইমেল করা এক বিবৃতিতে বলেন, ‘বর্তমান প্রস্তাবটির সাথে গাজার বাস্তবতার সামঞ্জস্য নেই। গাজা বর্তমানে বসবাসের অযোগ্য। এর বাসিন্দারা ধ্বংসাবশেষ ও অবিস্ফোরিত অস্ত্রে পূর্ণ এমন একটি অঞ্চলে বসবাস করতে পারে না।’
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসমুক্ত গাজা পুনর্গঠনে অটল। আমরা এই অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি আনতে আরো আলোচনা চালিয়ে যেতে চাই।’
মঙ্গলবার মিসরের কায়রোতে এক জরুরি আরব শীর্ষ সম্মেলনে ফিলিস্তিনিদের তাদের ভূমি থেকে বাস্তুচ্যুত না করে গাজা উপত্যকা পুনর্নির্মাণের জন্য মিসরের ৫৩ বিলিয়ন ডলারের পুনর্গঠন পরিকল্পনা গৃহীত হয়।
পরিকল্পনায় তিনটি প্রধান ধাপ রয়েছে- অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, পুনর্গঠন ও গাজা পরিচালনা। প্রথম ধাপটি প্রায় ছয় মাস স্থায়ী হবে এবং পরবর্তী দুটি ধাপ চার থেকে পাঁচ বছর ধরে চলবে। এর লক্ষ্য হলো যুদ্ধবিধ্বস্ত গাজাকে পুনর্গঠন করা, শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা।
এর আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসিত করে এবং গাজা ‘দখল’ করে একে ‘মধ্যপ্রাচ্যের রিভেরা’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেন। তার এ বহুল সমালোচিত পরিকল্পনা আরব বিশ্বসহ অন্যান্য অনেক দেশ প্রত্যাখ্যান করে।
সূত্র : আনাদোলু এজেন্সি