মেক্সিকোতে পৃথক বাস দুর্ঘটনায় ৩২ জন নিহত
মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে যে নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন। তারা রোববার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আয়োজিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের একটি সমাবেশ থেকে ফিরছিলেন।

মেক্সিকোতে দু’টি পৃথক বাস দুর্ঘটনায় কমপক্ষে ৩২ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সোমবার এ ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে মেক্সিকো থেকে বার্তাসংস্থা এএফপি জানায়।
ওয়াক্সাকা রাজ্য সরকার এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ মেক্সিকোর ওয়াক্সাকা রাজ্যে এক মহাসড়কে একটি বাস উল্টে ১৮ জন নিহত হয়েছেন এবং আরো ১২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, সান্তো ডোমিঙ্গো নারোর সম্প্রদায়ের কাছে ঘটে যাওয়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কর্তৃপক্ষ তদন্ত শুরু করবে।
মেক্সিকান গণমাধ্যম জানিয়েছে যে নিহতরা ক্ষমতাসীন বামপন্থী দলের সমর্থক ছিলেন। তারা রোববার মেক্সিকো সিটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য শুল্ক নীতির বিরুদ্ধে আয়োজিত প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের একটি সমাবেশ থেকে ফিরছিলেন।
অন্যদিকে, ডুরাঙ্গো রাজ্যের নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির উত্তরে মার্কিন রাজ্য টেক্সাস থেকে যাত্রী বহনকারী একটি ট্রাক্টর-ট্রেলার এবং একটি বাসের মধ্যে সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন।
বাসে ভ্রমণকারী ২৪ জনের মধ্যে মাত্র ১০ জন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে।
মেক্সিকোতে দ্রুত গতি, যানবাহন বা রাস্তার খারাপ অবস্থা এবং চালকের ক্লান্তির কারণে মারাত্মক সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা।
একাধিক সূত্র অনুসারে, মেক্সিকোতে প্রতিবছর কমপক্ষে ১৫ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
কর্তৃপক্ষ বলেন, গত ৮ ফেব্রুয়ারি মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য ক্যাম্পেচেতে একটি ট্রাকের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে ৩৮ জন নিহত হন।
সূত্র : বাসস