গুয়ান্তানামো বে সামরিক ঘাঁটিতে আটক ৪০ অভিবাসীর সবাইকে লুইসিয়ানায় পাঠিয়েছে যুক্তরাষ্ট্র
কিউবার গুয়ান্তানামো বে সামরিক ঘাঁটিতে আটক ৪০ অভিবাসীর সবাইকে মূল ভূখণ্ড লুইসিয়ানা রাজ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

কিউবার গুয়ান্তানামো বে সামরিক ঘাঁটিতে আটক ৪০ অভিবাসীর সবাইকে মূল ভূখণ্ড লুইসিয়ানা রাজ্যে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।
গত মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন দমন অভিযানের অংশ হিসেবে ওয়াশিংটন অভিবাসীদের বিমানে করে কুখ্যাত গুয়ান্তামো বে ঘাঁটিতে নিয়ে যাওয়া শুরু করে। ঘাঁটিটি ‘সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ’ চলাকালীন আটক সন্দেহভাজন জঙ্গিদের আটক কেন্দ্র হিসেবে পরিচিত।
প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ৪০ জনকে লুইসিয়ানায় ফেরত পাঠানো হয়েছে। কেনো তাদের স্থানান্তর করা হলো সে সম্পর্কে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।
ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসন মোকাবিলায় বড় প্রচেষ্টা শুরু করেছে। অভিবাসন অভিযান, গ্রেফতার নির্বাসন গুয়ান্তানামোয় আটক রাখাও এর অন্তর্ভুক্ত রয়েছে।
প্রেসিডেন্ট জানুয়ারিতে ৩০ হাজার অভিবাসীকে ঘাঁটিতে রাখার জন্য একটি আকস্মিক পরিকল্পনা উন্মোচন করেন। তবে এখন পর্যন্ত মাত্র দুই শতাধিককে বন্দী রাখা হয়েছে।
৯/১১ হামলার পর গুয়ান্তানামো কারাগারটি খোলা হয় এবং যুদ্ধ ও পরবর্তী অন্যান্য অভিযানের সময় আটক বন্দীদের অনির্দিষ্টকালের জন্য আটক রাখায় এটি ব্যবহার করা হয়।
সেখানকার পরিস্থিতি অধিকার গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে এবং জাতিসঙ্ঘের বিশেষজ্ঞরা পূর্বে এটিকে ‘নজীরবিহীন কুখ্যাত’ স্থান হিসেবে নিন্দা করেছেন।
এই ঘাঁটিতে এখনো ১৫ জনকে জঙ্গি কার্যকলাপ বা সন্ত্রাসবাদ-সম্পর্কিত অপরাধের জন্য কারাগারে বন্দী রাখা হয়েছে, যার মধ্যে ৯/১১ হামলার বেশ কয়েকজন অভিযুক্ত ষড়যন্ত্রকারী, যার মধ্যে স্বঘোষিত মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদও রয়েছেন।
সূত্র : এএফপি/বাসস