সুদানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৪৬

মঙ্গলবার গভীর রাতে ওমদুরমানের উত্তরাঞ্চল ওয়াদি সেইদনা সামরিক বিমানবন্দর থেকে উড়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

সুদানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৪৬
সুদানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৪৬ | ছবি - সংগৃহীত

সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে ওমদুরমান শহরে একটি সামরিক বিমান দুর্ঘটনায় কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মঙ্গলবার গভীর রাতে ওমদুরমানের উত্তরাঞ্চল ওয়াদি সেইদনা সামরিক বিমানবন্দর থেকে উড়ার সময় বিমানটি বিধ্বস্ত হয়।

বুধবার খার্তুম মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন।

এর আগে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানায়, দুর্ঘটনায় ১৯ জন নিহত হন এবং বিমানটি ওমদুরমানের কারারি জেলায় একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়।

নিহতদের মধ্যে খার্তুমের একজন সিনিয়র কমান্ডার মেজর-জেনারেল বাহর আহমেদ রয়েছেন।

এদিকে সুদানের সামরিক বাহিনী একটি বিবৃতিতে সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অগ্নিনির্বাপক দল দুর্ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

বিবৃতিতে দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে সামরিক সূত্র ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, সম্ভবত কারিগরি ত্রুটির কারণে এটি ঘটেছে।

সূত্র : আল জাজিরা