কঙ্গোতে নৌকা ডুবে নিহত কমপক্ষে ২৫

নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। তারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর এটি ডুবে যায়।

নয়া দিগন্ত অনলাইন
কঙ্গো নৌকাডুবি
কঙ্গোতে নৌকা ডুবে নিহত কমপক্ষে ২৫ | ছবি - সংগৃহীত

মধ্য আফ্রিকার দেশ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মাই-নডোম্বের কাছে কোয়া নদীতে একটি নৌকা ডুবে কমপক্ষে ২৫ জন নিহত এবং বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন।

সোমবার (১০ মার্চ) দেশটির স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সংবাদ ওয়েবসাইট অ্যাকচুয়ালাইট.সিডি জানিয়েছে, প্রাদেশিক সরকারের মুখপাত্র অ্যালেক্সিস এমপুতু বলেছেন, ‘প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ২৫ জন এবং বেঁচে থাকা আরোহীর সংখ্যা ৩০ জন। এর প্রাথমিক কারণ ছিল রাতে নৌ চলাচল।’

নৌকাটি নাগাম্বোমি গ্রামের ফুটবলারদের বহন করছিল। তারা মুশি শহরে একটি ম্যাচ খেলে ফিরছিলেন। রাত ১১টায় মুশি বন্দর ছেড়ে ১২ কিলোমিটার পথ পাড়ি দেয়ার পর এটি ডুবে যায়।

মুশি পুলিশ স্টেশন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

উল্লেখ্য, অঞ্চলটিতে নৌকা দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত ডিসেম্বরে মাই-নডোম্বের কাছে ইনোঙ্গো শহরের দিকে যাওয়ার সময়ও একটি নৌকা ডুবে যায়।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি