কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সংঘর্ষে দুই মাসে নিহত ৭০০০
কঙ্গোর প্রধানমন্ত্রী বলেন, ‘গোমায় নিহতের সংখ্যা তিন হাজারেরও বেশি। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন।’

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোর (ডিআর কঙ্গো) প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া তুলুকা সোমবার বলেছেন, দেশটির পূর্বাঞ্চলে জানুয়ারি থেকে লড়াইয়ে এ পর্যন্ত সাত হাজার মানুষ নিহত হয়েছে।
জেনেভায় জাতিসঙ্ঘের স্বীকৃত সংবাদদাতাদের সংগঠন এসিএএনইউয়ের সাথে এক সংবাদ সম্মেলনে তুলুকা বলেন, ‘এ পরিসংখ্যানে সাম্প্রতিক সমস্ত সংঘাতপূর্ণ অঞ্চল অন্তর্ভুক্ত রয়েছে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘গোমায় নিহতের সংখ্যা তিন হাজারেরও বেশি। নিহতদের মধ্যে অনেক বেসামরিক নাগরিকও রয়েছেন।’
তুলুকা উল্লেখ করে বলেন, কঙ্গোর নয়টি প্রতিবেশী দেশ রয়েছে এবং দেশের শান্তির জন্য যেকোনো উদ্বেগ সেই সমস্ত প্রতিবেশী দেশগুলোর ওপর প্রভাব ফেলতে পারে।
উল্লেখ্য, পূর্ব কঙ্গোতে সক্রিয় বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে এম২৩ ২০২১ সালের শেষের দিকে পুনরুত্থিত হয় এবং জানুয়ারিতে গোমা দখলের পর গত সপ্তাহে বুকাভু শহর দখল করে। গোমার আশেপাশের লড়াইয়ে শান্তিরক্ষীসহ কমপক্ষে তিন হাজার মানুষ নিহত হয়েছে এবং আরো হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বিদ্রোহীরা এখন বুরুন্ডির অর্থনৈতিক রাজধানী বুজুম্বুরা থেকে ৩০ কিলোমিটারেরও কম দূরে অবস্থিত উভিরা শহরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানা গেছে।
কঙ্গো দীর্ঘদিন ধরেই রুয়ান্ডার বিরুদ্ধে এম২৩-কে সমর্থন করার এবং পূর্ব কঙ্গোতে সৈন্য মোতায়েন করার অভিযোগ করে আসছে। তবে রুয়ান্ডা এ অভিযোগ বরাবারই অস্বীকার করেছে।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি