২৯ জন মাদককারবারিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে মেক্সিকো
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মাদককারবারিদের নিজেদের হেফাজতে চেয়েছিল। সে কারণেই তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের হাতে ২৯ জন মাদককারবারিকে তুলে দেয়া হবে বলে ঘোষণা করেছে মেক্সিকো। এরা সকলেই মেক্সিকোর জেলে বন্দী এবং সেখানেই তাদের বিচার চলছে। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এই মাদককারবারিদের নিজেদের হেফাজতে নিতে চাচ্ছে।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের দফতর ও নিরাপত্তা-বিষয়ক মন্ত্রণালয় যৌথ বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এই মাদককারবারিদের নিজেদের হেফাজতে চেয়েছিল। সে কারণেই তাদের যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরেই মেক্সিকো নিয়ে কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। মেক্সিকোর বেআইনি অভিবাসীদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছিল। একইসাথে ট্রাম্প সরকার ঘোষণা করেছিল, আগামী ৪ মার্চ থেকে মেক্সিকোর সব পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
তবে ধারণা করা হচ্ছে, মেক্সিকোর মাদককারবারিদের নিয়ে পদক্ষেপের পর ট্রাম্প প্রশাসন শুল্কের বিষয়টি পুনর্বিবেচনা করবে।
শুক্রবার মেক্সিকোর প্রশাসনিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। সেখানে এ বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি।
মেক্সিকোর সংবাদমাধ্যমে নাম উল্লেখ করা না হলেও মনে করা হচ্ছে বেশ কয়েকজন কুখ্যাত মাদককারবারিকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে। এর মধ্যে ৭২ বছরের রাফায়েল কারো কুইতেরো থাকতে পারেন। কুইতেরো যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) এজেন্ট এনরিকে কিকি কামারেনাকে হত্যার সাথে যুক্ত। এনরিকে আন্ডারকভার এজেন্ট হিসেবে কুইতেরোর গতিবিধির ওপর নজর রেখেছিলেন।
ওমার ও মিগুয়েল অ্যাঞ্জেল ত্রেভিনো মোরালেসকেও যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া হবে বলে মনে করা হচ্ছে। এই দুই মাদককারবারিও গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞেরা।
সূত্র : ডয়চে ভেলে