অপু-বুবলীর ভার্চুয়াল যুদ্ধ
ঢালিউডের আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর এই দ্বন্দ্ব মূলত, শাকিব খানকে কেন্দ্র করে। এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপু-বুবলী দুজনেই তাঁর অতীত।

সাংস্কতিক প্রতিবেদক
ভার্চ্যুয়াল যুদ্ধে লিপ্ত হয়েছেন দুই সতীন আপু ও বুবলী। নায়ক শাকিব খানের সাথে বিয়ের পর ইতোমধ্যে দু’জনই শাকিব বিহীন জীবন যাপন করলেও কয়েকদিন পর পরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একে অন্যকে ইঙ্গিত করে খোচা মেরে হানাহানিতে জড়িয়ে পড়েন।
ঢালিউডের আলোচিত-সমালোচিত দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর এই দ্বন্দ্ব মূলত, শাকিব খানকে কেন্দ্র করে। এই দুই নায়িকার দ্বন্দ্ব চলছে কয়েক বছর ধরে। যদিও শাকিব খান গণমাধ্যমকে জানিয়েছেন অপু-বুবলী দুজনেই তাঁর অতীত। দুজনের কারো সাথে তাঁর সম্পর্ক নেই। তবে সন্তানদের কারণে তাদের মায়েদের সাথে মাঝেমধ্যে দেখা–সাক্ষাৎ হয় বাবা শাকিব খানের।
এবারো তাই হয়েছে রোববার সন্ধ্যার পর অপু বিশ্বাসের দেয়া একটি ফেসবুক পোস্ট তেমনই এক বিতর্কের জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে এই পোস্টের মাধ্যমে তিনি ইঙ্গিতে চিত্রনায়িকা বুবলীকে খোঁচা দিয়েছেন।
এর আগে শবনম বুবলী ফেসবুকে একটি রিলস ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, শাকিব-বুবলীর ছেলে শেহজাদ পেনসিল দিয়ে খাতায় মা-বাবার নাম লিখছে। ক্যাপশনে বুবলী লেখেন, ‘বাপজানের প্রথম হাতের লেখা। সবাই দোয়া করবেন আমাদের শেহজাদ বাবার জন্য।’ ছোট্ট শেহজাদের হাতের লেখা দেখে নেটিজেনদের অনেকে প্রশংসাও করছেন।
বুবলীর এমন পোস্টের কয়েক ঘণ্টা পর অপু বিশ্বাস ফেসবুকে একটি পোস্ট দেন, যাতে লেখা ছিল, ‘এক মা তাঁর মৃত্যুর মুখে ঢলে পড়া সন্তানের জন্য হাহাকার করে মরছে। আরেক মায়ের আদিখ্যেতা উপচে পড়ছে।’ অপু বিশ্বাসের এমন পোস্টে বক্তব্য তাঁর ভক্তদের কেউ কেউ সমর্থন করে মন্তব্য করেছেন। অনেকে এটিকে ইঙ্গিতপূর্ণ বলছেন।
নেটিজেনদের ভাষ্য, অপু বিশ্বাস তাঁর দেয়া ফেসবুক পোস্টে দুজন মায়ের কথা বলেছেন। একজন মাগুরায় ধর্ষণের শিকার শিশুকন্যাটির মা, অন্যজন শেহজাদের মা (বুবলী)। ধর্ষণের শিকার শিশুটি এখনো লাইফ সাপোর্টে, এ নিয়ে প্রতিবাদে সোচ্চার সারা দেশ। আর এই পরিস্থিতিতে বুবলী তাঁর ছেলের ভিডিও পোস্ট করেছেন—এটিকে অপু বিশ্বাস ‘আদিখ্যেতা’ বলেছেন।’
দুই নায়িকার ঘনিষ্ঠজনদের সাথে কথা বলে জানা গেছে, হঠাৎ করে বুবলীর এমন রিলস ভিডিও পোস্ট করার পেছনেও একটি কারণ আছে। কারণ হিসেবে জানা গেছে, অপু বিশ্বাসের একটি সংবাদ রোববার সকালে প্রকাশিত হয়, যেখানে তিনি বলেছেন, ‘আমার কাছে শাকিবই হচ্ছে শাহরুখ খান। অপুর ঘনিষ্ঠজনদের মতে, শাকিব খানও যে বুবলীর অনেক বেশি আপন, তা কৌশলে বোঝাতে সন্তানকে নিয়ে তেমন একটি ভিডিও প্রকাশ করেছেন।
ঈদে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। এই ছবির টিজার প্রকাশিত হয়েছে। ছবির টিজার দেখার অভিজ্ঞতা জানাতে গিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে অপু বলেছেন, ‘ছবিটি প্রেক্ষাগৃহে দেখার ইচ্ছা আছে। সিনেমাটির টিজার দুর্দান্ত লেগেছে। দেখার পর ফেসবুক পেজ থেকে আমিই প্রথম শেয়ার করেছি।’