তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক
মেঘনা, এনআরবি ও এনআরবিসি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

তিন ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তিন ব্যাংক হলো- মেঘনা, এনআরবি ও এনআরবিসি।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেছেন, ব্যাংকগুলোর বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেয়া হবে তা আগামীকাল (বৃহস্পতিবার) জানানো হবে।
সূত্র : বাসস