গ্লোবাল ইসলামী ব্যাংক ও চট্টগ্রাম ওয়াসার চুক্তি স্বাক্ষর

চুক্তির আওতায় চট্টগ্রাম ওয়াসার গ্রাহকগণ গ্লোবাল ইসলামী ব্যাংকের সব শাখা/উপশাখায় চট্টগ্রাম ওয়াসার পানি ও পয়ঃনিষ্কাশন বিলসহ অন্যান্য বিল জমা দিচ্ছেন।

gib
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা

গ্লোবাল ইসলামী ব্যাংক বুধবার (১২ মার্চ) চট্টগ্রাম ওয়াসার সাথে বিল আদায় সংক্রান্ত একটি চুক্তি নবায়ন করেছে।

চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (অর্থ) মো: লাল হোসেন এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের জোনাল হেড ও আগ্রাবাদ শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আকতার হোসেন, জুবলী রোড শাখা ব্যবস্থাপক এস কে রাসেল উদ্দিন এবং চট্টগ্রাম ওয়াসার ডেপুটি সেক্রেটারি কাজী শহীদুল ইসলাম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আল মেহেদী শওকত আজম, সিস্টেম এনালিস্ট লুৎফি জাহান ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় চট্টগ্রাম ওয়াসার গ্রাহকগণ গ্লোবাল ইসলামী ব্যাংকের সব শাখা/উপশাখায় চট্টগ্রাম ওয়াসার পানি ও পয়ঃনিষ্কাশন বিলসহ অন্যান্য বিল জমা দিচ্ছেন। বিজ্ঞপ্তি।