এবার ঈদে ব্যাংক থেকে পাওয়া যাবে না নতুন টাকা

এবার ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।

নয়া দিগন্ত অনলাইন
এবার ঈদে ব্যাংক থেকে পাওয়া যাবে না নতুন টাকা
এবার ঈদে ব্যাংক থেকে পাওয়া যাবে না নতুন টাকা | ছবি : বিবিসি

এবার ঈদে ব্যাংকগুলোর কোনো শাখা থেকেই পাওয়া যাবে না টাকার নতুন নোট।

আজ বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে ব্যাংকগুলোকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে জনগণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো: আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকে পাঠানো এই চিঠিতে বলা হয়েছে, ব্যাংকগুলোর শাখায় যে সকল ফ্রেশ নোট গচ্ছিত রয়েছে, তা বিনিময় না করে সংশ্লিষ্ট শাখায় সংরক্ষণ করা এবং পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়ে সকল লেনদেন কার্যক্রম করতে পরামর্শ দেয়া হলো।

এর আগে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, ঈদ উপলক্ষ্যে নতুন টাকা পাওয়া যাবে মার্চ থেকে। নতুন টাকার নকশায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতিসহ বিভিন্ন স্থাপনা স্থান পেতে যাচ্ছে বলে জানা গেছে।

সূত্র : বিবিসি