পুঁজিবাজার
সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকায় উত্থান, চট্টগ্রামে পতন
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস দুই পয়েন্ট বাড়লেও ব্লু-চিপ ডিএস-৩০ ছিল শূন্যের ঘরে। সারাদিনে ডিএসইতে মোট ৩৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩১৮ কোটি।

উত্থান-পতনের মধ্য দিয়ে চলা পুঁজিবাজারে সপ্তাহের শেষ দিনে ঢাকায় সূচক বাড়লেও কমেছে চট্টগ্রামের বাজারে। দুই বাজারেই লেনদেনে অংশ নেয়া বেশিভাগ কোম্পানিরই দাম কমেছে।
আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ছয় পয়েন্ট। বাকি দুই সূচক শরীয়াভিত্তিক ডিএসইএস দুই পয়েন্ট বাড়লেও ব্লু-চিপ ডিএস-৩০ ছিল শূন্যের ঘরে। সারাদিনে ডিএসইতে মোট ৩৫৩ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৩১৮ কোটি।
সূচক বাড়লেও লেনদেনে অংশ নেয়া বেশিভাগ কোম্পানিরই দাম কমেছে। ডিএসইতে ৩৯৪ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৯, কমেছে ১৬৯ এবং অপরিবর্তিত আছে ৮৬ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসাবে এ, বি এবং জেড-তিন ক্যাটাগরিরই বেশিভাগ কোম্পানির দরপতন হয়েছে। অন্যদিকে ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগরই দাম ছিল অপরিবর্তিত, দাম বেড়েছে সাত এবং কমেছে সাত কোম্পানির।
ব্লক মার্কেটে মোট ২৩ কোম্পানির দেড় কোটি শেয়ার ৪৩ কোটি ৬৫ লাখ টাকায় বিক্রি হয়েছে। এর মধ্যে প্রাইম ব্যাংক সর্বোচ্চ ২৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার বাজারে বিক্রি করেছে।
ডিএসইতে ৯ দশমিক ৯৬ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে ডাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। অন্যদিকে ৯ দশমিক ৭৫ শতাংশ দাম কমে তলানিতে আলহ্বাজ টেক্সটাইল লিমিটেড।
চট্টগ্রামে পতন
ঢাকায় উত্থান হলেও সপ্তাহের শেষ দিনে এসে পতনের মুখে পড়েছে চট্টগ্রামের পুঁজিবাজার। সারাদিনের লেনদেনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে তিন পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ২২৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৩, কমেছে ১১৫ এবং অপরিবর্তিত আছে ৪০ কোম্পানির শেয়ারের দাম।
সূচক কমার পাশাপাশি লেনদেনও কমেছে সিএসইতে। মোট তিন কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গত দিন ছিল সাড়ে তিন কোটি টাকার ওপরে। শেষ কার্য দিবসে ১০ শতাংশ দাম বেড়ে সিএসইর শীর্ষ শেয়ারে জায়গা করে নিয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড।
অন্যদিকে ১০ শতাংশ দর হারিয়ে তলানিতে হামিদ ফেব্রিকস পিএলসি। সূত্র : ইউএনবি