বিজিএমইএ নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২৮ মে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ ২৯ মার্চ। ভোটার নমিনেশন দাখিলের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ২০২৫-২০২৭ মেয়াদের পরিচলনা পর্ষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ মে সংগঠনটির ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শনিবার (৮ মার্চ) বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে সদস্যদের বকেয়া চাঁদা পরিশোধের সর্বশেষ তারিখ ২৯ মার্চ। ভোটার নমিনেশন দাখিলের সর্বশেষ তারিখ ৬ এপ্রিল। পরিচালক পদের প্রার্থীরা ২৪ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের সর্বশেষ তারিখ ৬ মে।
বিজিএমইএ’র সদস্যদেরকে নির্বাচন ২০২৫-২০২৭ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্বাচনী বোর্ডের সচিব (পরিচালক, তথ্য, রফতানি উন্নয়ন ব্যুরো) মাহমুদুল হাসানের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।
সূত্র : বাসস