সূচকের উত্থানের ধারা বজায় রেখে লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

উত্থানের ধারা বজায় রেখে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা-চট্টগ্রামের পুঁজিবাজারে সূচক বাড়ার পাশাপাশি বেড়েছেন বেশিভাগ কোম্পানির দাম এবং সামগ্রিক লেনদেন।
আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ পয়েন্ট। বাকি দুই সূচকের মধ্যে শরীয়াভিত্তিক ডিএসইএস ১ এবং বাছাইকৃত শেয়ার ব্লু-চিপ ডিএস-৩০ বেড়েছে ৪ পয়েন্ট।
ডিএসইতে দাম বেড়েছে বেশিভাগ কোম্পানির। লেনদেনে অংশ নেয়া ৩৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮২, কমেছে ১৩৮ এবং অপরিবর্তিত আছে ৭৭ কোম্পানির শেয়ারের দাম।
ক্যাটাগরির হিসেবে ভালো কোম্পানির শেয়ার ‘এ’ এবং মধ্যম মানের শেয়ার ‘বি’ ক্যাটাগরিভুক্ত বেশিভাগ কোম্পানির দাম বাড়লেও দাম কমেছে জেড ক্যাটাগরিতে।
এই ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৭ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১, বিপরীতে দাম কমেছে ৪২ কোম্পানির। অন্যদিকে, ২৪ কোম্পানির দাম ছিল অপরিবর্তিত।
লেনদেন হওয়া ৩৬ মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশিভাগেরই দাম ছিল অপরিবর্তিত। বাকি ১২ কোম্পানির দরবৃদ্ধির বিপরীতে দাম কমেছে ৭ কোম্পানিতে।
ব্লক মার্কেটে লেনদেনে অংশ নেয়া ২৯ কোম্পানির ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার বিক্রি হয়েছে। বিচ হ্যাচারি সর্বোচ্চ ৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার বিক্রি করেছে।
ডিএসইতে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে এস আলম কোল্ড রোলড স্টিলস এবং ৬ দশমিক ২৯ শতাংশ দর হারিয়ে তলানিতে সামিট পাওয়ার লিমিটেড।
ছয় কার্যদিবস পর ডিএসই'র লেনদেন এসে ঠেকেছে ৪০০ কোটির ঘরে। সারাদিনের লেনদেনে মোট ৪১২ কোটি টাকার শেয়ার এবং ইউনিট বিক্রি হয়েছে যা গতদিন ছিল ৩৩৮ কোটি টাকা।
চট্টগ্রামেও উত্থানের সুবাতাস
ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বজায় আছে সূচকের উত্থানের ধারা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩৫ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া ২০৫ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২, কমেছে ৬৮ এবং অপরিবর্তিত আছে ৩৫ কোম্পানির শেয়ারের দাম।
সিএসইতে মোট ১১ কোটি টাকার শেয়ার এবং ইউনিট লেনদেন হয়েছে, যা গতদিন ছিল ৪ কোটি টাকা।
এর মধ্যে ১০ শতাংশ দাম বেড়ে শীর্ষে আছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড এবং ১০ শতাংশ দাম কমে তলানিতে ফিনিক্স ইনস্যুরেন্স লিমিটেড। সূত্র : ইউএনবি