প্রশিক্ষণ শেষে সিলেটের ৩৫ সাংবাদিককে পিআইবির সনদ বিতরণ

সিলেট ব্যুরো
সিলেট-সাংবাদিক
প্রশিক্ষণ শেষে সিলেটের ৩৫ সাংবাদিককে পিআইবির সনদ বিতরণ করা হয়েছে। | নয়া দিগন্ত

সিলেটে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ৩৫ সাংবাদিকদের মাঝে সনদপত্র বিতরণ করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সহযোগিতায় সিলেট প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেটের জেলা প্রশাসক মোহম্মদ শের মাহবুব মুরাদ ও সম্মানিত অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী ওয়াক্কাস।

সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বদরুদ্দোজা বদরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক ও উপ-পরিচালক শাহ আলম সৈকত, এএফপির বাংলাদেশ ফ্যাক্ট চেক এডিটর কদর উদ্দীন শিশির, সিলেট মেট্রোপলিটান সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি ও নয়া দিগন্তের সিলেট ব্যুরো চীফ আবদুল কাদের তাপাদার, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম ও সিনিয়র সাংবাদিক আবদুর রাজ্জাক।