দেশের বর্তমান রাজনীতির পরিবেশে ভদ্র লোকের টিকে থাকা খুবই মুশকিল : হাফিজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান রাজনীতির যে পরিবেশ, এখানে ভদ্র লোকের টিকে থাকা খুবই মুশকিল। সেটা দেশের মানুষ ভালো জানেন।

অনলাইন প্রতিবেদক
Untitled-1
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ | নয়া দিগন্ত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশের বর্তমান রাজনীতির যে পরিবেশ, এখানে ভদ্র লোকের টিকে থাকা খুবই মুশকিল। সেটা দেশের মানুষ ভালো জানেন।

সোমবার (১০ মার্চ) রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে লালমোহন ফাউন্ডেশন ঢাকা'র উদ্যোগে আয়োজিত সংগঠনটির অভিষেক ও ইফতার পার্টিতে তিনি এ কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশের রাজনীতি এখন গভীর তলানিতে। টক শো যারা দেখেন এদের অনেককেই নিচু মনমানসিকতার। আর গেলো ১৫ বছর দেশের সকল কিছু ধ্বংস করে গেছে আওয়ামী লীগ। শিক্ষাঙ্গন ধ্বংস করেছে। শুনেছি, একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি নাকি যুবলীগের চেয়ারম্যানের পদ চেয়েছিলেন। এ পদ পেলে নাকি তিনি ভিসির পদ ছাড়তেন, এমন বক্তব্য সেই ব্যক্তি দিয়েছিলেন। তাহলে বুঝেন শিক্ষার কী অবস্থা করেছে আওয়ামী লীগ।

তিনি বলেন, একটি ইউনিয়ন চেয়ারম্যানের একাউন্টে যদি ১৫ হাজার কোটি টাকা লেনদেন হয়, তাহলে মন্ত্রী-এমপিদের কত টাকা আছে? আমাদের কাছে এক কোটি টাকা হলেই বারবার হিসাব করে শেষ করতে পারতাম না। এটি হলো দেশের রাজনীতির হালচিত্র। এক মন্ত্রীর বিদেশে ৩৬০টি বাড়ি আছে, এরা কি কখনো মরনের ভয় করে, এত সম্পদ কী করবে, হিসাব কি আল্লাহর কাছে দিতে হবে না এদেরকে?

ইফতার পার্টিতে ‘ভোলার উন্নয়নের ক্ষেত্রে আমি ভূমিকা পালন করবো’ এমন প্রত্যয়ের কথা জানান বিএনপির এই নীতিনির্ধারক।