ঢাবি শিবিরের নতুন ওয়েবসাইট উদ্বোধন, শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ
নতুন ওয়েবসাইটটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে। শিক্ষার্থীদের জন্য সহজ যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।

শিক্ষাবৃত্তির আবেদন ফর্ম, দায়িত্বশীলদের পরামর্শ-অভিযোগ প্রদান, সিলেবাসভুক্ত সকল বইয়ের অনলাইন কপিসহ নানা ফিচার সম্বলিত ওয়েবসাইট উদ্বোধন করেছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত নবীন লেখক সংবর্ধনা অনুষ্ঠানে ওয়েবসাইটটির উদ্বোধন করেন ছাত্রশিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদসহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীলরা।
নতুন এই ওয়েবসাইটটিতে রয়েছে
১) ছাত্রশিবিরের সাথে যুক্ত হওয়ার সমর্থক ফরম।
২) সংগঠনের কর্মী, সাথী ও সদস্য সিলেবাস ও উচ্চতর সিলেবাস
৩) বিভিন্ন সংবাদ এবং আর্থিক সঙ্কটে থাকা শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির আবেদন ফরম।
৪) সংগঠনের পরিচিতি, লক্ষ্য ও উদ্দেশ্য।
৫) পাঁচ দফা কর্মসূচির বর্ণনা।
৬) দায়িত্বশীলদের পরিচিতি, ব্লগ, পরামর্শ ও অভিযোগ বক্স।
এ বিষয়ে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক কাজী আশিক বলেন, নতুন ওয়েবসাইটটি সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করবে। শিক্ষার্থীদের জন্য সহজ যোগাযোগের সুযোগ সৃষ্টি করবে।