আল্লাহর আইন চালু করার দ্বায়িত্ব আমাদের সবার : রফিকুল ইসলাম খান
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছে, ‘এদেশের জমিনে আল্লাহর আইন চালু করার দায়িত্ব শুধুমাত্র জামায়াতে ইসলামীর নয় দেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান নর-নারীর।’

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা
‘আল্লাহর আইন চালু করার দায়িত্ব আমাদের সবার’ উল্লেখ করে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছে, ‘এদেশের জমিনে আল্লাহর আইন চালু করার দায়িত্ব শুধুমাত্র জামায়াতে ইসলামীর নয় দেশের ইসলাম প্রিয় ধর্মপ্রাণ প্রতিটি মুসলমান নর-নারীর।’
মঙ্গলবার (১১ মার্চ) সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতের ১০ নং বড়হর ইউনিয়ন শাখার উদ্যোগে বড়হর স্কুল অ্যান্ড কলেজ মাঠে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
কে এম আলাউল হকের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মো: শাহীন আলম।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকতে হবে। দীর্ঘ ২৩ বছর রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের বুকে কোরআনের আইন চালু করার জন্য কাজ করেছেন। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন চালু করার জন্য কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান হয়েছে একটি স্বৈরাচার মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত, দখলদার মুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু যারা দুর্নীতি করে, সন্ত্রাসী করে, দখলদারিত্ব করে, চাঁদাবাজি করে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশ জামায়াতে ইসলামী সুখী, সমৃদ্ধশালী, আধুনিক, মানবিক, ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আদর্শিক ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। বাংলার জনগণকে সাথে নিয়ে জামায়াত এ কাজটি করে যাবে, ইনশাল্লাহ।’
রমজান শীর্ষক এ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমির ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, সাবেক উপজেলা আমির ড. নজরুল ইসলাম, অফিস সম্পাদক আব্দুল বারী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উল্লাপাড়া উপজেলা সভাপতি বাবুল আকতার, ইসলামী আন্দোলন বাংলাদেশের উল্লপাড়া উপজেলা সভাপতি মো: মানছুর হোসেন, জামায়াতের যুব বিভাগের উল্লাপাড়া উপজেলা সভাপতি মাওলানা আতাউর রহমান ও সেক্রেটারি আল-আমিন হোসেনসহ স্থানীয় নেতারা।