মানুষ হত্যা ও জাতির সম্পদ লুটপাট করেছে আওয়ামী লীগ : অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আওয়ামী শাসনামলে রাষ্ট্র তার শক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিলো।’

Moulovibazar
মৌলভীবাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের | নয়া দিগন্ত

আব্দুল আজিজ, মৌলভীবাজার

‘১৫ বছর মানুষ হত্যা ও জাতির সম্পদ লুটপাট করেছে আওয়ামী লীগ’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আওয়ামী শাসনামলে রাষ্ট্র তার শক্তি নিয়ে জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছিলো।’

মঙ্গলবার (১১ মার্চ) মৌলভীবাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জেলা জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘মানুষ হিংস্র হলে কতটুকু হতে পারে? শুধু হিজাব আর টুপি, দাঁড়ি, ইসলামের কথা মুখে বলেছে। কিন্তু তাদের সমস্ত কার্যক্রম ছিল আল্লাহ তার রাসূল এবং দ্বীনের বিরুদ্ধে। যারা অসংখ্য আলেমকে শহীদ করেছে, হত্যা করেছে, অসংখ্য মানুষকে হত্যা করেছে, জাতির সম্পদ লুটপাট করেছে। এগুলো নিয়ে এখনো তাদের মধ্যে সামান্যতম কোনো অনুভূতি নেই।’

তিনি বলেন, ‘শুধু ফ্যাসিবাদ কায়েম হয় নাই! প্রধান উপদেষ্টা বলেছেন, গাজা বিধ্বস্ত করেছে ইসরায়েল, আর শেখ হাসিনা আর তার সরকার আমাদের সব প্রতিষ্ঠানগুলোকে তছনছ করে দিয়েছে।’

জামায়াত নেতা আরো বলেন, ‘আমাদের সমাজে শিক্ষিত, ইউনিভার্সিটি ডিগ্রিধারী, কোর্ট প্যান্ট টাই পড়া লোকের অভাব নেই। কিন্তু সমাজে তো দুর্নীতি হচ্ছে, নৈরাজ্য হচ্ছে এখনো হচ্ছে।’

রমজানের তাৎপর্য নিয়ে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘রমজান মাস শুধু তেলাওয়াতের জন্য নয়, হাফিজদের তেলাওয়াতের জন্য নয়, শুনার জন্য নয়, এটাকে সমাজে মানার জন্য। সমাজে কুরআনের শিক্ষা, আদর্শ, ম্যাসেজ, নির্দেশনা আমরা অনুসরণ করতাম তাহলে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে কোনো ধরণের বৈষম্য থাকতো না। আজকে এই সমাজ খুনি সমাজে পরিণত হতো না। আল্লাহর ভয় ছাড়া কখনো মানুষ আল্লাহর দেয়া হক আদায় করতে পারে না। আমরা চাইলে আল্লাহকে মানতে পারি আবার নাও মানতে পারি। মানুষ আল্লাহর হুকুমের বাইরে চলতে পারে। এই কারণে মানুষ আস্তিক হয়, নাস্তিক হয়। আল্লাহ মানুষকে এই স্বাধীনতা দিয়েছেন।’

তিনি আরো বলেন, হাজার হাজার মানুষকে পঙ্গু ও ভয়ঙ্কর এবং নিষ্ঠুর নির্মমভাবে হত্যা করা হয়েছে, অবিশ্বাস্য হত্যাকাণ্ড ঘটানো হয়েছে গত সাড়ে ১৫ বছরে। জুলাই বিপ্লবে যেটা হয়েছে সেটা অকল্পনীয়। শত শত মানুষের লাশ, হেলিকপ্টার থেকে গুলি, সাউন্ড গ্রেনেড মারা, স্নাইপার দিয়ে গুলি করা হয়েছে যা অকল্পনীয় দৃশ্য। এটা কি সম্ভব? দেশের জনগণের ট্যাক্সের টাকা, খাজনার টাকা, আপনার আমার দেয়া টাকা দিয়ে পোষা বাহিনীকে খুনি বাহিনীতে পরিণত করা হয়েছে। নির্মম নিষ্ঠুরভাবে সেই কাজটি করা হয়েছে। এ বিপ্লবে আহতের সংখ্যা প্রায় ৩০ হাজারের উপরে।

জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমির মো: আব্দুল মান্নান, সাবেক জেলা আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিব, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জেলা আইনজীবি সমিতির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সহ-সেক্রেটারি মো: আলাউদ্দিন শাহ, জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা আমির মো: ফখরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম মৌলভীবাজারের ও হেফাজতে ইসলামের সভাপতি প্রিন্সিপাল মাওলানা জামিল আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আব্দুস সবুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, সেক্রেটারি ডা: এবাদুর রহমান, যুব অধিকার পরিষদের জেলা সেক্রেটারি মো: তামিম হোসেন রুহিন, সহ সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম ও ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ হুসাইন আহমদ প্রমুখ।