মেহনতী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী সমাজের বিকল্প নেই : গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এদেশের কৃষক, শ্রমিক, মজুরসহ মেহনতি মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থাই পারে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে।’

Porwar
খুলনার ফুলতলায় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার | নয়া দিগন্ত

খুলনা ব্যুরো

‘কৃষি প্রধান বাংলাদেশে কৃষকরাই চালিকা শক্তি’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘এদেশের কৃষক, শ্রমিক, মজুরসহ মেহনতি মানুষেরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থাই পারে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে।’

মঙ্গলবার (১১ মার্চ) ফুলতলার দামোদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাংলাদেশ কৃষিজীবী শ্রমিক ইউনিয়ন খুলনা জেলা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, ‘কৃষিজীবী শ্রমিকরা ঈমানের ভিত্তিতে এদেশের কৃষকদের সংগঠিত করে ইসলামী রাষ্ট্র গঠনে সহযোগিতা করবে। যা আমাদের প্রিয়নবী গোটা বিশ্বকে দেখিয়ে গেছেন। আর এই সংগঠিত কৃষিজীবী ইউনিয়ন হবে স্কুল অব ইসলাম। মূলত: রাষ্ট্রে ইসলামী সমাজনীতি না থাকলে অধিকার বঞ্চিত মানুষের জন্য আলাদা শ্রমনীতি বাস্তবায়ন করা যায় না। এজন্য কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না। আবার কৃষি উপকরণসহ সার,ঔষধ, কীটনাশকের মূল্য বৃদ্ধির কারণে কৃষকরা হতাশ হয়ে পড়ে।’

কৃষকদের বিভিন্ন দুঃখ দুর্দশা তুলে ধরে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী মানুষের সেবা করার সুযোগ পেলে সামগ্রিক রাষ্ট্র ব্যবস্থায় মহানবী সা: ঘোষিত শ্রমনীতি বাস্তবায়ন করা হবে। জাতীয় মজুরী কমিশনের সাথে সামঞ্জস্য রেখে কৃষক-শ্রমিকদের মজুরী নির্ধারণ করা হবে।’

কৃষিজীবী ইউনিয়ন খুলনা জেলা সেক্রেটারি আল আমিন গোলদারের পরিচালনায় জেলা সভাপতি মাওলানা শেখ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম, জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন, সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, আজিজুল ইসলাম ফারাজী, মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মোস্তফা আল মুজাহিদ, মাষ্টার সিরাজুল ইসলাম প্রমুখ।

এদিন বিকেলে তিনি স্থানীয় খানজাহান আলী কলেজ মাঠে জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এর আগে সড়ক দুর্ঘটনায় আহত ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতা সরোয়ার হোসেনকে হাসপাতালে দেখতে যান। এ সময় জামায়াত ও শিবির নেতারা উপস্থিত ছিলেন।