পুরান ঢাকার লালবাগ শতবর্ষী মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন
মানববন্ধনটি বেলা তিনটায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও দুপুর দু’টার আগেই এলাকাবাসী মাঠে আসতে থাকেন। বেলা তিনটার আগেই মাঠটি পূর্ণ হয়ে যায়।

রাজধানীর পুরান ঢাকায় লালবাগের পোস্তা এলাকার একমাত্র শতবর্ষী খেলার মাঠ রক্ষার দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। কাজী রিয়াজ উদ্দিন রোড (কে আর রোড) পঞ্চায়েত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ এবং পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের পাঁচ সহস্রাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন। তারা এলাকার একমাত্র খেলার মাঠ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার (৮ মার্চ) বেলা ৩টায় লালবাগের শাহী মসজিদ সংলগ্ন ১৮ নম্বর কাজী রিয়াজ উদ্দিন রোডে অবস্থিত এলাকার একমাত্র শতবর্ষী খেলার মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি বেলা তিনটায় অনুষ্ঠিত হবার কথা থাকলেও দুপুর দু’টার আগেই এলাকাবাসী মাঠে আসতে থাকেন। একপর্যায়ে বেলা তিনটার আগেই মাঠটি পরিপূর্ণ হয়ে যায়।
মানববন্ধনে এলাকাবাসী এবং পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ অঙ্গীকার করে বলেন, যে কোনো মূল্যে এলাকার একমাত্র শত বছরের খেলার মাঠ রক্ষা করতে হবে। এলাকার জনতা আজ একতাবদ্ধ হয়েছে। ভূমিদস্যুদের প্রতিহত করা হবে।
মানববন্ধন শুরু হবার পরেও বিকেল চারটা পর্যন্ত শত শত এলাকাবাসী আসতে থাকেন। এক পর্যায়ে মানববন্ধনটি একটি বিশাল সমাবেশে পরিণত হয়।
সমাবেশে কে আর রোড পঞ্চায়েত কমিটির আহ্বায়ক আবদুর রহমান বলেন, ‘আমাদের ২৫ নম্বর ওয়ার্ডে ৭০ হাজার বাসিন্দা, কিন্তু একটিও খেলার মাঠ নেই। এই একটি মাত্র স্থান যেখানে বৃদ্ধরা সকালে প্রাতঃভ্রমণ করেন এবং শিশুরা সকালে এবং বিকেলে খেলাধুলা করে। ভুমিদস্যুরা এই খেলার মাঠটির কাগজপত্র জালজালিয়াতি করে দখলের ষড়যন্ত্র করছে।’
কে আর রোড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক ফারুখ হোসেন বলেন, ‘যেকোনো মূল্যে এই ভুমি দস্যুকে প্রতিহত করতে হবে।’
কে আর রোড পঞ্চায়েত কমিটির সভাপতি এজাজ আহমেদের সভাপতিত্বে মানবন্ধনে আরো বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা ও বিশিষ্ট সমাজসেবক মনির উদ্দীন পাপ্পু, এলাকার বিশিষ্ট নারী উদ্যোক্তা ঊষা মাহমুদ, মাহফুজুল হক আন্টু প্রমুখ।
বক্তারা সবাই এলাকার মাঠ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, এই মানববন্ধন থেকে ভুমি দস্যুতার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো। যতদিন এই মাঠ রক্ষা না হবে, ততদিন এই আন্দোলন অব্যাহত থাকবে।