সম্মিলিত নারী প্রয়াসের মানববন্ধন

মাগুরায় শিশু ধর্ষণের বিচার শিগগিরই না করলে কঠোর হুঁশিয়ারি

প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, শিশু আছিয়া ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। শিগগিরই ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি কার্যকর করেন। তা না হলে আমরা আবার জুলাই আন্দোলনের মতো সবাই একত্রিত হয়ে মাঠে নামব।

নিজস্ব প্রতিবেদক
aa-6
ছবি : নয়া দিগন্ত

মাগুরায় শিশু ধর্ষণের বিচার শিগগিরই না করলে কঠোর হুঁশিয়ারি দিয়ে সম্মিলিত নারী প্রয়াসের নেতারা বলেছেন, প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ, এই ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। শিগগিরই ট্রাইব্যুনালে বিচার করে শাস্তি কার্যকর করেন। তা না হলে আমরা আবার জুলাই আন্দোলনের মতো সবাই একত্রিত হয়ে মাঠে নামব।

সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক মানববন্ধন কর্মসূচিতে সংগঠনের নেতারা এ হুঁশিয়ারি দেন।

এ সময় ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে, আর নয় প্রহসন, ধর্ষকের কোনো পরিচয় নেই, উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন উপস্থিত নারীরা।

সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি প্রফেসর ড. শামীমা তাসনীম বলেন, ‘যুগ যুগ ধরে আমরা দেখে এসেছি, এ ধরনের ধর্ষণে আলামত নষ্ট করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে ধর্ষকরা ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেছে। অনেক সময় থানায় কেসও নেয়া হয়নি। যদিও বা কোনো ধর্ষককে আইনের আওতায় আনা গেছে বা নাম গণমাধ্যমে এসেছে, দেখা গেছে তিনি কোনো না কোনো এমপির আত্মীয়।’

ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি শান্তিতে নোবেল পেয়েছেন। তার প্রমাণ আবার দিতে হবে। আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশকে আমরা কলঙ্কিত হতে দেবো না।’

সংগঠনের সেক্রেটারি ড. ফেরদৌস আরা বকুল বলেন, ‘আজ একটি পরিবারে, ঘরে শিশু নিরাপদ নয়। এ কেমন সমাজ ব্যবস্থায় আমরা এসে পড়েছি। আমাদের মানবিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। যেখানে একজন নারী যেন ঘরে বাইরে সমান নিরাপদ বোধ করেন।’

এ সময় অন্য বক্তারা বলেন, ‘এই অন্তর্বর্তী সরকারের কাছে যদি আমরা বিচার না পাই তাহলে আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন পুরোপুরি বিনষ্ট হবে। আমাদের বিচার বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন কোনো প্রভাব ছাড়া কাজ করছেন। আমরা তারও প্রদান দেখতে চাই।’

মানববন্ধনে সহ-সভাপতি ডা: শাহীন আরা আনওয়ারী, সহকারী সেক্রেটারি সাহেল মুস্তারি ও ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলামসহ সম্মিলিত নারী প্রয়াসের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে নির্মম ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। গত শনিবার বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পেডিয়েট্রিক আইসিইউ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) নেয়া হয়েছে। এরপর থেকে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে আছিয়া।

এদিকে, সকল ধর্ষণের উপযুক্ত বিচারের দাবিতে সারা দেশ উত্তাল বিক্ষোভ ও আন্দোলনে।