শফিকুর রহমান কিরণ

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

শফিকুর রহমান কিরণ বলেন, ‘মিথ্যা বন্ধ হয়ে গেলে জীবন সুন্দর হয়ে যায়। জাহান্নামের আগুনকে ভয় পেতে হবে। আমরা সকলেই যদি সামর্থ্য মতো যাকাত দেই, তাহলে সমাজে বৈষম্য থাকবে না।’

নয়া দিগন্ত অনলাইন
aa-8
ছবি : নয়া দিগন্ত

শরীয়তপুরের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেছেন, শরীয়তপুরের প্রশ্নে আমরা কোনো বিভক্তি চাই না।

সোমবার (১০ মার্চ) রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ কার্যালয়ে ঢাকায় কর্মরত শরীয়তপুরের গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শফিকুর রহমান কিরণ বলেন, ‘মিথ্যা বন্ধ হয়ে গেলে জীবন সুন্দর হয়ে যায়। জাহান্নামের আগুনকে ভয় পেতে হবে। আমরা সকলেই যদি সামর্থ্য মতো যাকাত দেই, তাহলে সমাজে বৈষম্য থাকবে না।’

কোরআন-হাদীসের আলোকে জীবন গঠনের প্রতি গুরুত্ব আরোপ করেন শিশু বিশেষজ্ঞ ও ন্যাশনাল ডক্টরস ফোরামের মহাসচিব অধ্যাপক ডা: মো: মাহমুদ হোসেন।

অধ্যাপক ডা: মাহমুদ হোসেন বলেন, ‘রমজানের নিয়ম-কানুন মেনে জীবন চালালে সফলতা আসবেই।’

দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সভাপতি বি এম ইউসুফ আলী।

সমিতির সভাপতি হাবিবুর রহমান পলাশ দোয়া পরিচালনা করেন এবং সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির সাবেক প্রেস সচিব আব্দুল আওয়াল হাওলাদার, মোটেক্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ কবির রানা, ভাস্কুলার সার্জন অধ্যাপক অধ্যাপক ডা: এ কে জিয়াউল হক, স্কলার্স ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শামীম মাহবুব, সংগঠনের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ, বেনজীর আহমেদ প্রমুখ।