বিজিবি সদর দফতরে আগুন, আহত ৪

‘আগুনের ঘটনায় দু’জন নারী ও দু’জন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

নিজস্ব প্রতিবেদক
1111
ছবি : সংগৃহীত

রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) রাতে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বিজিবি সদর দফতরে একটি আবাসিক কোয়ার্টারে ১০ তলা ভবনের আটতলায় আগুন লাগে রাত ৯টা ২৫ মিনিটে। খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরবর্তী সময়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরো তিনটি ইউনিট যোগ দিয়ে রাত ৯টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

শাহজাহান হোসেন বলেন, ‘আগুনের ঘটনায় দু’জন নারী ও দু’জন শিশু ধোঁয়ার কারণে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। তাদেরকে উদ্ধার করে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।