প্রতিবন্ধী শিক্ষকদের সংবাদ সম্মেলন

দাবি পূরণে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা

‘দেশব্যাপী প্রতিষ্ঠিত ও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রায় ৬৫ হাজার শিক্ষক কর্মচারী স্বীকৃতি ও এমপিও এর দাবিতে বিগত দু’ যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

নিজস্ব প্রতিবেদক
2-40e21765920223213b38b13da6336203
দাবি আদায়ে প্রতিবন্ধী শিক্ষকদের অবস্থান কর্মসূচি | ছবি : সংগৃহীত

অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ।

বুধবার (১২ মার্চ) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের সভাপতি ইলিয়াস রাজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ‘দেশব্যাপী প্রতিষ্ঠিত ও সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত প্রায় ৬৫ হাজার শিক্ষক কর্মচারী স্বীকৃতি ও এমপিও এর দাবিতে বিগত দু’ যুগ ধরে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’

তারা বলেন, ‘২০১৯ সালের ২০ ডিসেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও এর জন্য প্রজ্ঞাপন জারি করে অনলাইনে আবেদন গ্রহণ করে। উক্ত আবেদনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। যাচাই বাছাই করে ১৭৭২টি বিদ্যালয় তালিকাভুক্ত করা হয় ক, খ, গ শ্রেণিতে ভাগ করে। ক শ্রেণীর ৪৩০টি বিদ্যালয় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব কর্তৃক পরিদর্শন প্রতিবেদন দাখিল করলেও পরবর্তী সময়ে স্বীকৃতি ও এমপিও এর জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।’

তারা অভিযোগ করেন, দাবি আদায়ে আজ শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ ঘটনায় ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১২ জন শিক্ষক-কর্মচারী হাসপাতালে এবং বাকি আটজনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে রিলিজ দেয়। পুলিশ গ্রেফতারকৃত সাতজনকে পরবর্তী সময়ে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে। দাবি পূরণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেছেন আন্দোলনকারীরা।