যমুনা অভিমুখে ধর্ষণবিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি

অব্যাহত খুন-ধর্ষণ-নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আট বছরের শিশু আছিয়াসহ সব ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।

নয়া দিগন্ত অনলাইন
11.03.25
৯ দফা দাবিতে যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশি বাধা, দফায় দফায় হাতাহাতি। | ইউএনবি

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে স্মারকলিপি প্রদান ও গণপদযাত্রায় শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা।

আজ মঙ্গলবার অব্যাহত খুন-ধর্ষণ-নিপীড়ন ঠেকাতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবির পাশাপাশি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে আট বছরের শিশু আছিয়াসহ সব ধর্ষণের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা।

এদিন দুপুর আড়াইটার দিকে মিছিলটি শাহবাগ পেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশি বাধার মুখে পড়ে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয় এবং দু’পক্ষের মধ্যে দফায় দফায় হাতাহাতি হয়।

আন্দোলনকারীরা জানায়, তাদের যৌক্তিক দাবির বিপরীতে পুলিশ আওয়ামী লীগের আমলের মতো মারমুখী আচরণ করছে। ধর্ষণের বিরুদ্ধে স্মারকলিপি জমা দিতে এসে পুলিশি হামলার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

পরে বিকেল পৌনে ৪টায় প্রতিবেদনটি লেখা পর্যন্ত আন্দোলনকারীরা এখনো পুলিশি ব্যারিকেডের সামনে অবস্থান করছেন। তাদের সাথে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সকাল থেকে ধর্ষণবিরোধী আন্দোলনে থাকা কলেজ শিক্ষার্থীরা যোগ দিচ্ছেন। এখন পর্যন্ত এলাকাটি আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত এবং আইন-শৃঙ্খলাবাহিনী সতর্ক অবস্থানে আছে। সূত্র : ইউএনবি