ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুকে হাসপাতালে ভর্তি

গতকাল রোববার (৯ মার্চ) রাতে শ্বাসকষ্টজনিত কারণে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

AmirKhashru
আমীর খসরু | সংগৃহীত

ভয়েস অব আমেরিকার বাংলাদেশ প্রতিনিধি আমীর খসরুকে হাপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল রোববার (৯ মার্চ) রাতে শ্বাসকষ্টজনিত কারণে তাকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

আমীর খসরু চার দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ও দেশীয় সংবাদমাধ্যমে কর্মরত। ভয়েস অফ আমেরিকা (ভিওএ)-র বাংলাদেশ প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার আগে দৈনিক ইত্তেফাক, দৈনিক সংবাদ-এর রাজনৈতিক ও কূটনৈতিক রিপোর্টার এবং সাপ্তাহিক বুধবার সম্পাদনা করেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীনই সাপ্তাহিক বিচিত্রায় কন্ট্রিবিউটর হিসেবে সাংবাদিকতার পেশাগত জীবন শুরু করেন।