ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রায়ে এনডিএফ’র সন্তুষ্টি

‘এই যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশের চিকিৎসাখাত সমৃদ্ধ হবে, ভুল চিকিৎসায় সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে এবং সুচিকিৎসা নিশ্চিত হবে।’

নিজস্ব প্রতিবেদক
Untitled-10 copy
ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) | ছবি : সংগৃহীত

‘এমবিবিএস/বিডিএস ডাক্তার ছাড়া অন্য কেউ ডাক্তার পদবি ব্যবহার করতে পারবে না’ মর্মে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) এক বিবৃতি দিয়েছে।

এনডিএফ’র সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন রায়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট বিচারকমণ্ডলী, আইনজীবী, চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষার্থী, অধিকার আদায়ে সোচ্চার চিকিৎসক সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নেতারা বলেন, ‘এই যুগান্তকারী পদক্ষেপে বাংলাদেশের চিকিৎসাখাত সমৃদ্ধ হবে, ভুল চিকিৎসায় সাধারণ মানুষের ভোগান্তি কমে যাবে এবং সুচিকিৎসা নিশ্চিত হবে।’