ধর্ষণবিরোধী পদযাত্রায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করেছে পুলিশ।

ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে মঙ্গলবার ধর্ষণবিরোধী পদযাত্রায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হাতাহাতির ঘটনায় মামলা করেছে পুলিশ।
রমনা থানার উপপরিদর্শক আবুল খায়ের রমনা থানায় এই মামলা দায়ের করেছেন।
এই মামলায় ১২ জনের নাম উল্লেখ করে এবং ৭০ থেকে ৮০ জনকে অজ্ঞাত হিসেবে আসামি করেছে পুলিশ।
বুধবার রমনা থানার ওসি গোলাম ফারুক বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন- অংঅং মারমা, সুমাইয়া শাহিনা, আদ্রিতা রায়, আরমান, মেঘমল্লার বসু, আল আমিন রহমান, রিচার্ড, হাসান শিকদার, সীমা আক্তার, শৌকত আরিফ, মাঈন আহম্মেদ ও ফাহিম আহাম্মদ চৌধুরী।
এর আগে, গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধর্ষণবিরোধী পদযাত্রার নামে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’র অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের সাথে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।
সূত্র : বিবিসি