স্ত্রীসহ সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের নামে দুদকের মামলা

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের নামে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

a-1

জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদ এবং ভূমি মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার স্ত্রী উষা রাণী চন্দের নামে পৃথক দু’টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ মার্চ) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো: আক্তার হোসেন এক ব্রিফিংয়ে জানান, কমিশনের সহকারী পরিচালক রকিবুল ইসলাম আজ সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে নারায়ণ চন্দ্র চন্দের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে অসাধু উপায়ে নিজ নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৩৭৭ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তার নামে সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়।

এছাড়া, নারায়ণ চন্দ্র চন্দের স্ত্রী উষা রাণী চন্দ জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৬২ লাখ ৪৩ হাজার ২১১ টাকার সম্পদ অর্জন করে নিজ মালিকানা ও ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দন্ডবিধির ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এই অপরাধে সংশ্লিষ্ট ধারায় উষা রাণী চন্দ ও নারায়ণ চন্দ্র চন্দের নামে দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান শুভ্র খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে অপর একটি মামলা দায়ের করেন।

সূত্র : বাসস