শেখ হাসিনা-ইমরান এইচ সরকারসহ ৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যার’ অভিযোগে দায়ের করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ নয়জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।
আজ বুধবার এ আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও বেনজীর আহমদ ও গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার।
তালিকায় আরো আছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলাম।
গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া নয়জনের মধ্যে শেষের এই চারজন বর্তমানে কারাগারে আছেন।
সূত্র : বিবিসি