মাদরাসা ছাত্র হত্যা : সাবেক এমপি সোলাইমান সেলিম রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদরাসা ছাত্র শাহেনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদরাসা ছাত্র শাহেনুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে পাঁচ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রিমান্ডের এই আদেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার পলায়নের এক দিন পর গত বছরের ৬ আগস্ট ভোরে লালবাগ থানাধীন বেড়িবাঁধ এলাকায় বিজয় মিছিল বের করে ছাত্র-জনতা। উক্ত মিছিলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গুলি চালালে মাদরাসা ছাত্র শাহেনুর রহমান (১৯) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর নিহতের ভাই মো: মাজেদুল ইসলাম লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত বছরের ১৪ নভেম্বর গুলশান এলাকা থেকে সোলাইমান সেলিমকে গ্রেফতার করে পুলিশ।
সূত্র : বাসস